
অনলাইন ডেস্ক
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪ সর্বশেষ আপডেট : ৭:০৬ অপরাহ্ণ
আমেরিকা ও বাংলাদেশের মধ্যে ব্যবসায়িক সেতুবন্ধন তৈরি করা এবং ব্যবসায়িক উন্নয়নকে উৎসাহিত করা এবং বাংলাদেশ অনাবাসী বাংলাদেশী (NRB)দের সাহায্য করার লক্ষ্য নিয়ে ২০০৬ সাল থেকে কার্যক্রম করে যাচ্ছে আমেরিকা বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এবিসিসিআই)। গত ১৬ ই অক্টোবর ২০২৪ জ্যাকসন হাইটস, এনওয়াই-এর নোবান্নো রেস্টুরেন্টে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে চেয়ারম্যান গিয়াস আহমেদ, সভাপতি আসিফ বারী টুটুল, সচিব ফাহাদ সোলায়মান এবং কোষাধ্যক্ষ বিলাল চৌধুরীকে নিয়ে পাঁচ বছর মেয়াদী ২১সদস্যের নির্বাহী কমিটি এবং ৪৫ জন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে।
বিশিষ্ট ব্যবসায়ী হাসানুজ্জামান হাসান, আহমেদুল কবির বারো ভুইয়া, আজিজ আহমেদ, আবু হানিফ, অ্যাটর্নি মঈন চৌধুরী, জাকারিয়া মাসুদ জিকো, ফকরুল ইসলাম দেলোয়ার, তারেক হাসান খান, মুহাম্মদ আব্দুল কাদের ভূইয়াঁ (শিশির) সি আই পি, শাহরিয়ার রহমান, জাহিদ মিন্টু, এ কে এম ফজলুল হক, শাহ জে চৌধুরী, মোস্তাক আহমেদ, আতিকুল ইসলাম জাকির, আকিব হোসেন, মোঃ খালেক, মোঃ খলিলুর রহমান এবং অন্যান্যরা এই সুসজ্জিত পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত হয়েছেন।
এছাড়াও বাংলাদেশে সাম্প্রতিক ছাত্র আন্দোলনের শিকারদের জন্য প্রধান উপদেষ্টা তহবিলে ১ কোটি টাকা অনুদান দেয়ার ঘোষণা করা হয়েছে এবং আগামী ২৩শে ডিসেম্বর ঢাকার শেরাটন হোটেলে একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানে তহবিল হস্তান্তর করা হবে।
Posted ৬:৫৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
weeklybanglagazette.com | faroque
এ বিভাগের আরও খবর