নিউ ইয়র্কে প্রবাসী সিনিয়রদের জন্য বিনামূল্যে একটি বিশেষ রিভার ক্রুজ ইভেন্টের আয়োজন করেছে অল কাউন্টি হোম কেয়ার এবং অল কাউন্টি সোশ্যাল অ্যাডাল্ট ডে কেয়ার। এই আয়োজনে অংশগ্রহণকারীরা উপভোগ করবেন নদীপথে ভ্রমণ, মনোমুগ্ধকর পরিবেশ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিনামূল্যে খাবারের ব্যবস্থা।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ১৩ জুলাই, রোববার, সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত, স্কাইলাইন প্রিন্সেস ভিশন ক্রুজে। আয়োজকরা জানিয়েছেন, এটি শুধুমাত্র অল কাউন্টি হোম কেয়ার-এর রোগী, কেয়ারগিভার, ফ্যামিলি পার্টনার, শুভানুধ্যায়ী, মিডিয়া পার্টনার, ভেন্ডর এবং সংশ্লিষ্ট সিনিয়রদের জন্য নির্ধারিত।
ইভেন্টে সংগীত পরিবেশন করবেন জনপ্রিয় গায়িকা রিজিয়া পারভীন, গায়ক বকুল, ক্লোজআপ তারকা রন্টি দাস, শিমুল। এছাড়া সঙ্গীত পরিবেশন করবেন ‘নিয়া যাপন’ ও তার দল। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন শারমিনা সিরাজ সোনিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির সদস্য জেনিফার রাজকুমার, যিনি অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩৮-এর প্রতিনিধিত্ব করছেন।
আয়োজনে অংশগ্রহণ করতে হলে ৬৪৬-৪৪৪-২২৬৬ নম্বরে একটি টেক্সট মেসেজ পাঠিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। মেসেজে উল্লেখ করতে হবে রোগীর নাম ও মেডিকেইড আইডি, কেয়ারগিভারের নাম ও কর্মস্থলের আইডি এবং অতিথি বা শুভানুধ্যায়ীর নাম ও সংক্ষিপ্ত পরিচয়।
আয়োজনের আহ্বায়ক হিসেবে রয়েছেন মুহাম্মদ কাদের, সিআইপি, যিনি অল কাউন্টি হেলথ কেয়ার গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও এবং সংশ্লিষ্ট অ্যাডাল্ট ডে কেয়ার ও পিসিএ ট্রেনিং কার্যক্রমের সঙ্গেও যুক্ত।

