ভারতে সরকারের বিরুদ্ধে ৬২ হাজার কোটি টাকার আদানি বিদ্যুৎ কেলেঙ্কারির অভিযোগ আনার পর প্রাক্তন কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী আর কে সিংকে ‘দলবিরোধী কার্যকলাপের’ জন্য ছয় বছরের জন্য বহিষ্কার করেছে বিজেপি। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কঠোর ভাষায় একটি কারণ দর্শানোর নোটিশে আর কে সিংকে এক সপ্তাহের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজেপির নোটিশে বলা হয়েছে, ‘আপনি দলবিরোধী কার্যকলাপে লিপ্ত হচ্ছেন, যা দলের ক্ষতি করেছে। অতএব, আপনাকে বরখাস্ত করা হচ্ছে এবং কেন আপনাকে বহিষ্কার করা উচিত নয়, তার ব্যাখ্যা দিতে বলা হচ্ছে।’ এর কয়েক ঘণ্টার মধ্যেই দলটি প্রাথমিক সদস্যপদ থেকেও তাকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে।
আদানি বিদ্যুৎ প্রকল্পে বিশাল কেলেঙ্কারি
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আদানি গ্রুপের সঙ্গে জড়িত একটি বিশাল বিদ্যুৎ কেলেঙ্কারির বিষয়ে আর কে সিং একের পর এক বিস্ফোরক অভিযোগ করে আসছেন। এ নিয়ে ক্ষমতাসীন এনডিএ জোটের মধ্যে দ্বন্দ্ব ক্রমশ বেড়ে চলছিল।
বিহার সরকারের বিরুদ্ধে ২৪০০ মেগাওয়াট ভাগলপুর বিদ্যুৎ প্রকল্পটি আদানি পাওয়ার লিমিটেডকে দেওয়ার বিষয়টিকে প্রকাশ্যে চ্যালেঞ্জ জানান প্রাক্তন এই কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী।
তিনি অভিযোগ করেন, এটি প্রতি ইউনিট ৬ টাকা করে ক্রয়মূল্য বৃদ্ধির মাধ্যমে ৬০০০০-৬২০০০ কোটি টাকা ‘লোপাট’ করা হচ্ছে। এটি দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর ওপর অতিরিক্ত বোঝা চাপাবে।
তার অভিযোগ রাজনৈতিক মহলে ঝড় তুলে দেয়। কংগ্রেস নেতাসহ বাম নেতারা ক্ষমতাসীন জোট এনডিএ’র সমালোচনার জন্য মাঝে মাঝেই সিং-এর অভিযোগগুলো উদ্ধৃত করেন।
আর কে সিং সাম্প্রতিক বিহারের নির্বাচনে এনডিএ মনোনীত প্রার্থীসহ ‘অপরাধমূলক করমকাণ্ডে’ যুক্ত প্রার্থীদের প্রত্যাখ্যান করার জন্য ভোটারদের প্রতি আহ্বানও জানিয়েছিলেন।
এই মাসের শুরুতে তিনি অফিসিয়াল এক্স-পোস্টে ৬২ হাজার কোটি রুপি কেলেঙ্কারির অভিযোগ এনে নথি পোস্ট করেছিলেন। সেই সঙ্গে বিহারে ‘আচরণবিধি’ প্রয়োগে ব্যর্থতার জন্য নির্বাচন কমিশনের সমালোচনা করেছিলেন।

