সৌদি আরবে গত সপ্তাহে ব্যাপক ধরপাকড় চালানো হয়েছে। এতে দেশটিতে ২২ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। ২৬ অক্টোবর গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২৫ অক্টোবর এক বিবৃতিতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত সপ্তাহে ১৪ হাজার ৩৯ অবৈধ প্রবাসীকে দেশে পাঠানো হয়েছে। বসবাস, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে পরিচালিত দেশব্যাপী অভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
মন্ত্রণালয় জানায়, অক্টোবরের ১৬ থেকে ২২ তারিখ পর্যন্ত বিভিন্ন সরকারি সংস্থার সমন্বয়ে নিরাপত্তা বাহিনী দেশজুড়ে যৌথ অভিযান চালায়। এতে ২২ হাজার ৬১৩ জনকে গ্রেপ্তার করা হয়। তারা সবাই সৌদি আইনের বিভিন্ন বিধান লঙ্ঘন করেছেন। এর মধ্যে ১৩ হাজার ৬৫২ জন আবাসন আইন, চার হাজার ৩৯৪ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৪ হাজার ৫৬৭ জন শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার হন।
 
		

