যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা বইমেলা। মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের উদ্যোগে আগামী ৮ ও ৯ নভেম্বর ওয়ারেন সিটির টুয়েল্ভ মাইলে এ মেলা অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে গত ১২ অক্টোবর ওয়ারেন সিটির আনন্দ মঞ্চে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডা. দেবাশীষ মৃধা এবং পরিচালনা করেন মৃদুল কান্তি সরকার। বাংলা ভাষা ও সংস্কৃতিপ্রেমী স্থানীয় প্রবাসীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।
সভায় ডা. দেবাশীষ মৃধাকে আহ্বায়ক ও মৃদুল কান্তি সরকারকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন চিনু মৃধা, চিন্ময় আচার্য্য, অনন্ত সাইফ, অলক চৌধুরী, কমলেন্দু পাল, রসি এ মীর, পূর্নেন্দু চক্রবর্তী অপু, জাহেদ জিয়া, আবির আই, শারমিন তানিম, কামরুজ্জামান হেলাল, ফয়সল আহমেদ মুন্না, তোফায়েল রেজা সুহেল, সাহেল আহমেদ, মৌসুমী দত্ত, রাজশ্রী চৌধুরী গৌরব, গৌতম সিকদার, মানবী মৃধা ও মৌসুমী চক্রবর্তী।
সভায় বইমেলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়—যেমন প্রকাশনা স্টল বিন্যাস, সাংস্কৃতিক পর্ব, সাহিত্য আসর, শিশু-কিশোরদের অংশগ্রহণ, নতুন বইয়ের মোড়ক উন্মোচন ও উদ্বোধনী অনুষ্ঠান।
কবি, লেখক ও গীতিকার ইশতিয়াক রুপু বলেন, “এই বইমেলা মিশিগানে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলা ভাষা, বাঙালির ইতিহাস ও ঐতিহ্য জানতে সহায়তা করবে।” আয়োজকরা মিশিগান প্রবাসী সকল বাঙালিকে মেলায় অংশগ্রহণ করে একে সুন্দর ও সফল করার আহ্বান জানিয়েছেন।
 
		

