অফলাইনের পাশাপাশি অনলাইনেও চলছে টিকিট বিক্রি। অতিরিক্ত চাহিদার কারণে টিকিটের দামও বেড়ে চলেছে। নির্দিষ্ট একটি গ্যালারির প্রতিটি টিকিটের দাম দেড় লাখ টাকা পর্যন্ত ছাড়িয়ে গেছে।
যেমন শনিবার রাত সাড়ে আটটায় ভিআইপি সেকশনের বি এল১ সেকশনের টিকিটের দাম দেখানো হয় ১ হাজার ৫৩৩ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৮৭ হাজার ৫১৮ টাকা। তখন পর্যন্ত ৪টি টিকিট অবিক্রীত আছে বলে ওয়েবসাইটে বলা ছিল।
এবার হারমানপ্রীত কৌরদের তেমন কিছু দেওয়া হবে কি না, এমন প্রশ্নে পরিচয় গোপন রাখার শর্তে পিটিআইকে বিসিসিআইয়ের একটি সূত্র বলেছেন, ‘বিসিসিআই পুরুষ ও মহিলাদের জন্য সমান বেতনের সমর্থন করে। আলোচনা আছে যে আমাদের মেয়েরা বিশ্বকাপ জিতলে পুরুষদের বৈশ্বিক জয়ের তুলনায় পুরস্কার কোনো অংশেই কম হবে না। তবে তারা জেতার আগে ঘোষণা করাটা ঠিক হবে না।’
২০১৭ সালে যখন ভারত নারী দল ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে রানার্সআপ হয়েছিল, তখন বিসিসিআই প্রত্যেক খেলোয়াড়কে ৫০ লাখ টাকা দিয়েছিল।

