যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশীদের অন্যতম বৃহৎ সংগঠন বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ ইনক-এর নির্বাচনের আগে নিউইয়র্কে উত্তেজনা তুঙ্গে। আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মান্নান-দুখু পরিষদ ও রুহুল-অপু পরিষদের শেষ মুহূর্তের প্রচারণা চলছে।
রোববার সন্ধ্যায় কুইন্সের ওয়জনপার্কে সমিতির সভাপতি আব্দুল মান্নান ও ক্যাশিয়ার আব্দুল হান্নান দুখুর নেতৃত্বাধীন মান্নান-দুখু পরিষদের পরিচিতি ও নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। ১০১ এভিনিউর টুইলাইট পার্টি হলে অনুষ্ঠিত সভায় বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন, যারা কমিউনিটিতে মুরুব্বী ও সাবেক কর্মকর্তারূপে সুপরিচিত।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব জামাল উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন নাজমুল হক মাহবুব, ইফজাল আহমেদ, জুনেদ আহমেদ, এমদাদুল হক বেলাল, আলতাফ চৌধুরী, আব্দুল কাদিও, গউছ খান, ময়নুল হোসেন, বুরহান উদ্দিন কফিল, আনোরুল হক ও লুৎফুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বিয়ানীবাজার সমিতি ও যুক্তরাষ্ট্র প্রবাসী বিয়ানীবাজারবাসীর কল্যাণে মান্নান-দুখু পরিষদকে পূর্ণ প্যানেলে ভোট দেওয়ার জন্য উপস্থিত সদস্যদের প্রতি আহ্বান জানান।
 
		

