বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ব্যবসায়ী মুহাম্মদ কাদের এখন যুক্তরাষ্ট্রে কমিউনিটি—ভিত্তিক উদ্যোক্তা ও নাগরিক নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ হিসেবে পরিচিতি পাচ্ছেন।
মুহাম্মদ কাদের নিউইয়র্কভিত্তিক হোম কেয়ার সেবা প্রতিষ্ঠান অAll County Home Care / All County Healthcare—এর প্রেসিডেন্ট ও সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি বিশেষ করে বয়স্ক ও ঝুঁকিপূর্ণ রোগীদের জন্য বাসায় থেকে চিকিৎসা ও সেবা পাওয়ার সুযোগ বিস্তারে কাজ করে যাচ্ছেন।
তাঁর পাবলিক ফেসবুক প্রোফাইলে বিভিন্ন স্বাস্থ্য—সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কেয়ার ফ্যাসিলিটির সঙ্গে বৈঠক, অংশীদারিত্ব এবং রোগীসেবা উন্নয়নের লক্ষ্যে নেওয়া উদ্যোগের ছবি ও খবর নিয়মিত শেয়ার করা হয়। নতুন শাখা উদ্বোধনের মতো ব্যবসায়িক সাফল্যকেও তিনি সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করেন—যেমন জ্যামাইকা হিলসাইড অ্যাভিনিউ এলাকার বাসিন্দাদের জন্য বিনামূল্যে খাদ্য বিতরণ কর্মসূচি আয়োজন করা, যা All County Home Care—এর নতুন শাখা উদ্বোধনের অংশ হিসেবে পরিচালিত হয়েছে।

শুধু স্বাস্থ্যসেবা নয়, নিউইয়র্কে বাংলাদেশের স্বাদ ও সংস্কৃতি পরিচিত করার ক্ষেত্রেও তিনি সক্রিয়। তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত Nabanno Restaurant New York—কে তিনি এবং অনেকে বর্ণনা করেন “নিউইয়র্কের বুকে এক টুকরো বাংলাদেশ” হিসেবে। এই রেস্টুরেন্টের মাধ্যমে প্রবাসী বাংলাদেশি ও তাদের মার্কিন বন্ধু—পরিবারের কাছে বাংলাদেশের খাবার, আতিথেয়তা ও সাংস্কৃতিক পরিচয় তুলে ধরা হয়।
এখন তাঁর নেতৃত্ব ও ভূমিকা জাতীয় পর্যায়েও নতুন করে স্বীকৃতি পাচ্ছে। সম্প্রতি গর্বের সঙ্গে ঘোষণা করা হয়েছে Bangladeshi American COMMUNITY CHANGE MAKERS—এর একটি উদ্যোগ, যার অংশ হিসেবে আসছে ২০২৫ সালের ৩০ ডিসেম্বর প্রকাশিতব্য Business America Magazine—এর বিশেষ সংখ্যা। এই স্পেশাল এডিশন যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে থাকা সেই সব বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নেতা, উদ্ভাবক ও ট্রেইলব্লেজারদের সম্মান জানাবে, যারা নিজেদের কাজের মাধ্যমে কমিউনিটির ভবিষ্যৎ গড়ছেন।
ঘোষণায় উল্লেখ করা হয়েছে, নির্বাচিত সকল “চেঞ্জ মেকার”—দের অভিনন্দন জানানো হয় এবং বলা হয়, তাঁদের অবদান প্রতিদিনই প্রবাসী কমিউনিটিকে “আরও শক্তিশালী, প্রাণবন্ত ও অনুপ্রেরণাদায়ক” করে তুলছে। পাঠকদের আহ্বান জানানো হয়েছে, এই অসাধারণ নেতাদের উপর পূর্ণাঙ্গ ফিচার স্টোরি ও পুরো ম্যাগাজিন প্রকাশের জন্য অপেক্ষা করতে।
স্বাস্থ্যসেবা খাতে কাজ, সংস্কৃতিচর্চা এবং প্রবাসী “কমিউনিটি চেঞ্জ মেকার” হিসেবে জাতীয় পর্যায়ে স্বীকৃতি—এই সবকিছুকে একসূত্রে গেঁথে মুহাম্মদ কাদেরকে এমন এক প্রবাসী উদ্যোক্তা হিসেবে তুলে ধরে, যিনি ব্যবসায়িক সাফল্য, সামাজিক দায়বদ্ধতা এবং সাংস্কৃতিক পরিচয়—এই তিনটিকে একসঙ্গে ধরে রেখে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির সাথে মূলধারার সমাজের সেতুবন্ধন তৈরি করছেন।

