আসন্ন থ্যাঙ্কসগিভিং ডে উপলক্ষ্যে, বাংলাদেশি কমিউনিটির জন্য সম্পূর্ণ বিনামূল্যে HHA/PCA (Home Health Aide/Personal Care Aide) প্রশিক্ষণ প্রদানের ঘোষণা দিয়েছে অল কাউন্টি হোম কেয়ার। অল কাউন্টি তাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি (CSR) বিভাগ এবং সিআইপি মুহাম্মদ এ কাদেরের উদ্যোগে এই প্রশিক্ষণ পরিচালিত হবে।
আয়োজকরা জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে স্বাস্থ্যসেবার সাথে জড়িত এবং স্বাস্থ্য সেবায় ক্যারিয়ার গড়তে চান এমন আগ্রহী প্রার্থীদের পেশাগত দক্ষতা বাড়বে।
এই কোর্সের আয়োজক প্রতিষ্ঠান অল কাউন্টি হোম কেয়ার।হোম পরিষেবা ক্যাটাগরিতে লাইসেন্সধারী এই প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে হোম কেয়ার সেবা দিয়ে আসছে।
প্রতিষ্ঠানটি সেবার মান আরো অত্যাধুনিক করতে সরাসরি সাপ্তাহিক পেমেন্ট এবং ফেডারেল সুবিধা সহ বেশ কিছু সুবিধা দিচ্ছে।
অল কাউন্টি শুধু নির্ভরযোগ্য নয়, বরং তাদের সরাসরি সাপ্তাহিক পেমেন্ট এবং ফেডারেল সুযোগ-সুবিধা নিশ্চিত করে। তাই কমিউনিটির সদস্যদের মধ্যে এটি একটি জনপ্রিয় নাম হয়ে উঠেছে।
অল কাউন্টি সিএসআর বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আমাদের লক্ষ্য হচ্ছে কমিউনিটির উন্নতি এবং তাদের পাশে থাকা। PCA প্রশিক্ষণের মাধ্যমে আমরা আরও বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চাই।’
সিআইপি মুহাম্মদ এ কাদের এই প্রশিক্ষণ সম্পর্কে বলেন, ‘বাংলাদেশি কমিউনিটির উন্নতি এবং তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এটি কেবল একটি প্রশিক্ষণ নয়, বরং একটি প্ল্যাটফর্ম যা তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে।’
প্রশিক্ষণটিতে অংশগ্রহণের জন্য অল কাউন্টি হোম কেয়ার অফিসে গিয়ে সরাসরি নিবন্ধন করতে হবে। বিস্তারিত জানার জন্য প্রতিষ্ঠানটির ফোন নম্বর +1 718 593 0932 ও ই-মেইল allcountyhc@gmail.com এর মাধ্যমে যোগাযোগ করা যাবে।

