নিউইয়র্কে মানবিক কাজে এগিয়ে আসা স্বেচ্ছাসেবকদের সম্মাননা দিলো জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা। গত রোববার মেরিক গলফ কোর্সের আপস্টেয়ার্স মিটিং রুমে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারীরা স্বেচ্ছাসেবকদের নিষ্ঠা, সময় ও পরিশ্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সমাজকল্যাণে এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা হালিল দেমিরের উদ্যোগে প্রতিষ্ঠিত একটি যুক্তরাষ্ট্রভিত্তিক মানবিক ও উন্নয়নমূলক সংস্থা। সংস্থাটি মুসলিম সম্প্রদায়ের দান, যাকাত ও সদকা ব্যবস্থাপনার মাধ্যমে সংগৃহীত তহবিল ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশে মানবিক সহায়তা ও টেকসই উন্নয়ন প্রকল্প পরিচালনা করে। ধর্ম, বর্ণ বা জাতিগত পরিচয় নির্বিশেষে সংস্থা মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে।
সংস্থার কার্যক্রমের মধ্যে প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ ও শরণার্থী সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, গাজা, সিরিয়া, ইয়েমেন, সুদান, সোমালিয়া ও আফগানিস্তানে খাদ্য, আশ্রয়, চিকিৎসা সামগ্রী ও পুনর্বাসন কর্মসূচি পরিচালনা উল্লেখযোগ্য। ২০২৫ সালে গাজার মানবিক সংকটে জরুরি চিকিৎসা, পানি, খাবার ও ওষুধ সরবরাহের মাধ্যমে সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
শিক্ষা খাতেও সংস্থাটির অবদান বিশাল। স্কুল নির্মাণ, শিক্ষাসামগ্রী বিতরণ, টিউশন সহায়তা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রকল্পের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ করে দিচ্ছে জাকাত ফাউন্ডেশন। অনাথ ও এতিম শিশুদের জন্য স্পন্সরশিপ প্রোগ্রাম চালু করে সংস্থা তাদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও মানসিক বিকাশ নিশ্চিত করছে।
জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা বিশ্বজুড়ে মুসলিম সমাজের আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, দীর্ঘমেয়াদে টেকসই উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও মানবকল্যাণে কার্যকর অবদান রেখে চলেছে।
 
		

