লালনের গান, নৃত্যের ছন্দ আর শ্রদ্ধায় অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক লালন উৎসব। নিউইয়র্ক সিটির একটি পার্টি হলে এই উৎসবের আয়োজন করা হয়। এই বছরের উৎসব কিংবদন্তী লালন সংগীত শিল্পী ফরিদা পারভীনকে উৎসর্গ করা হয়। বিপুল সংখ্যক লালন ভক্ত এই উৎসব উপভোগ করেন। লালনের গানের সাথে কন্ঠ মিলিয়ে উপভোগ করেছেন অনেক লালন প্রেমি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শারমিনা সিরাজ সোনিয়া ও এলভিস।
এবারের লালন উৎসবের আহবায়ক ছিলেন আব্দুল হামিদ। প্রধান উপদেষ্টা ছিলেন রাজনীতিবিদ ও কমিউনিটি এক্টিভিস্ট নুরুল আমিন বাবু। এক প্রতিক্রিয়ায় তিনি জানান, লালনের মত গুণী শিল্পীকে হৃদয়ে ধারন করেন বলেই এমন একটি বড় আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে।
এদিকে, এই উৎসব আয়োজনে সর্বাত্বক সহযোগিতা করেচেন রাজনীতিবিদ, কমিউনিটি এক্টিভিস্ট এনওয়াই সেভেনটি ওয়ানের প্রেসিডেন্ট ও সিইও এমদাদ এইচ ভূইয়া রাজু। তিনি জানান, প্রবাসী নতুন প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতিকে ছড়িয়ে দিতে এমন একটি ব্যাতিক্রমী উদ্যোগের পাশে রয়েছেন তিনি।
অনুষ্ঠানে গান পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখেন উত্তর আমেরিকার জনপ্রিয় সংগীত শিল্পী শাহ মাহবুব, আব্দুল করিম, শাহীন ও অন্যরা।
এছাড়াও শফি মন্ডল তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য একাধিক গুণী ব্যাক্তিত্বকে সম্মাননানা দিয়েছেন আয়োজকরা।
এর আগে লালনকে নিয়ে বিশেষ স্মৃতিচারণ করেন একাদিক গুণী ব্যাক্তিত্ব। এতে, অংশ নেন নিউইয়র্কের প্রথিতযশা সাংবাদিক কৌশিক আহমেদ, জনপ্রিয় কন্ঠ শিল্পী শফি মন্ডল।
 
		

