মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্ত্রিসভা ও হোয়াইট হাউজ টিমের জন্য মনোনীত ব্যক্তিদের লক্ষ্য করে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।
এফবিআই জানিয়েছে যে তারা “বহু বোমা হামলার হুমকি” এবং “হয়রানি ঘটনার” বিষয়ে অবগত।
গত মঙ্গলবার রাত ও বুধবার কমপক্ষে নয়জনকে এই ধরনের হয়রানিমূলক হুমকি দেওয়া হয়েছে। যাদেরকে হুমকি হয়েছে তারা ডোনাল্ড ট্রাম্পের মনোনীত ব্যক্তি।
তাদেকে প্রতি প্রতিরক্ষা, আবাসন, কৃষি এবং শ্রম বিভাগের নেতৃত্ব প্রদানের জন্য নির্বাচন করা হয়ছে। বাকিদের মাঝে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীতরাও রয়েছেন।
ওই দুই দিন কী হয়েছিলো, সেই ঘটনার তদন্ত করছে পুলিশ।
ট্রাম্পের ট্রানজিশন টিমের মুখপাত্র ক্যারোলাইন লেভিট বলেছেন, ট্রাম্পের মনোনীত ব্যক্তিরা নিজেরা তো হয়েছেন, সেইসাথে পরিবারও “সহিংস ও আন-আমেরিকান হুমকির শিকার” হয়েছেন।
তিনি আরও বলেন, “আইন প্রয়োগকারী সংস্থা দ্রুত তাদের নিরাপত্তা নিশ্চিত করেছে।”
“প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের আমাদের জন্য উদাহরণ। তিনি প্রমাণ করেছেন যে বিপজ্জনক হুমকি এবং সহিংসতা আমাদের দমাতে পারবে না,” তিনি বলেন।
ক্যারোলাইন লেভিট বা এফবিআই, কেউই কোনও লক্ষ্যবস্তু ব্যক্তির নাম উল্লেখ করেনি।

