বার্সেলোনার বিপক্ষে গত মৌসুমে টানা চার ম্যাচ হেরে ঘরোয়া ফুটবলের তিনটি শিরোপা হাতছাড়া করে রিয়াল। আর রিয়ালকে বিধ্বস্ত করার পথে বার্সার অন্যতম নায়ক ছিলেন লামিনে ইয়ামাল।
লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম টুইচে কিংস লিগের (স্পেনের একটি প্রীতি ও বিনোদনমুখী ফুটবল লিগ, যা প্রচলিত পেশাদার লিগের চেয়ে কিছুটা আলাদা নিয়মে খেলা হয়) একটি অনুষ্ঠানে মূলত এল ক্লাসিকোকে কথা বলেছেন ইয়ামাল।
রিয়ালভক্ত ও পোরকিয়ানস দলের মালিক লানোস ইয়ামালকে এ সময় জিজ্ঞাসা করেন বার্নাব্যুতে খেলাটা কঠিন কি না? ইয়ামালের উত্তর, ‘বার্নাব্যু কঠিন কি না? বার্সার জন্য নয়। যখন আমি শেষবার সেখানে খেলেছি, গোল করেছি এবং আমরা ৪–০ গোলে জিতেছিলাম।’ বার্নাব্যুতে এবার গোল করায় ইয়ামাল আত্মবিশ্বাসী কি না—এমন প্রশ্নের উত্তরে ইয়ামাল বলেন, ‘আমি ইতিমধ্যেই করেছি, তুমি কি ভুলে গেছ?’
গত মৌসুমে স্প্যানিশ সুপার কাপ ও কোপা দেল রে শিরোপা লড়াইয়ে বার্সার কাছেই হেরেছিল রিয়াল। এরপর লা লিগাতেও রিয়ালের শিরোপা হাতছাড়া হওয়ায় বড় ভূমিকা ছিল এল ক্লাসিকোতে টানা দুই হার। এই চার ম্যাচে রিয়াল সব মিলিয়ে হজম করেছিল ১৬ গোল। বোঝাই যাচ্ছে, রিয়ালের বিপক্ষে বার্সা কতটা দাপট দেখিয়েছিল।
 
		

