আত্মপ্রকাশ করলো নিউ ইয়র্কভিত্তিক নতুন সাপ্তাহিক পত্রিকা ‘বাংলা গেজেট’। ২৪ সেপ্টেম্বর নিউ ইয়র্কের ম্যারিয়ট মারকুইস হোটেলে এক আড়ম্বরপূর্ণ আয়োজনে পত্রিকার উদ্বোধন করা হয়। পত্রিকার প্রথম সংখ্যা উদ্বোধন করেন বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী সুজিত মোস্তফা। এসময় উপস্থিত ছিলেন আনন্দধারার সম্পাদক জাহাঙ্গীর আলম জয়, কোরিয়ান-আমেরিকান চেম্বার অব কর্মাসের প্রেসিডেন্ট মি. কিম, অর্থডক্স জিউস চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মি. ডবি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে নতুন পত্রিকার জন্য শুভ কামনা জানান বাংলাদেশের কমিউনিটি নেতারা।

শেকড় থেকে শিখরে এই স্লোগান নিয়ে প্রতি মঙ্গলবার পাঠকের হাতে পৌঁছে যাবে এ পত্রিকা। পত্রিকাটির সম্পাদকমণ্ডলীর চেয়ারম্যান আব্দুল কাদের সিআইপি জানান, নতুন বাংলাদেশ গড়তে সব খবরের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ নিয়ে থাকবে নানা আয়োজন। থাকবে প্রবাসীদের কথা।



